উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলায় কর্মরত সকল ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ ৭ম গ্রেডে বেতন সহ ৫ দফা দাবীতে মানববন্ধন করেছেন। ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের সংগঠন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) এর উদ্যােগে ৭ম গ্রেড সম পরিমান বেতন নির্ধারন সহ ৫ দফা দাবী বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে উল্লাপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকালে সংগঠনটির আয়োজনে উল্লাপাড়া মডেল থানা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টা ব্যাপী ওই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উল্লাপাড়ায় কর্মরত বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধন কর্মসূচিতে তাদের ৫ দফা দাবী বাস্তবানয়ে সরকার ও ঔষধ কোম্পানীর প্রতি আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন ফারিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক,সাধারন সম্পাদক মোঃআব্দুস ছালাম,সাংগঠনিক সম্পাদক মোঃ মহরম আলী,প্রচার সম্পাদক হাসু আলী,শ্রী সুশান্ত কুমার,ইমরান হোসেন,খলিলুর রহমান প্রমূখ।
Leave a Reply