পঞ্চগড় প্রতিনিধিঃ স্বাস্থ্য বিভাগের ও জেলা প্রশাসনের উদ্যোগে রোববার পঞ্চগড় সিভিল সার্জন দপ্তরে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।এইডস্ নির্মূলে প্রয়োজন জনগণের অংশগ্রহণ শ্লোগান নিয়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে আবার সেখানে ফিরে আসে।
সেখানে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নিজামউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, ডা. আমির হোসেন,ম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রীনা, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউদ্দিন, দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম বক্তব্য দেন।
Leave a Reply