মাহবুবুল আলম,শাহজাদপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি:-
সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে শাহজাদপুর হয়ে পাবনার ঢালার চর পর্যন্ত রেল লাইন স্থাপনের দাবিতে আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে সংগঠনের সভাপতি এ্যাডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট আনোয়ার হোসেন, অধ্যক্ষ আব্দুল আজিজ, শাহজাদপুর আদালতের আইনজীবী কমিটির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হামিদ লাভলু, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
মানবন্ধনে বক্তারা বলেন, শাহজাদপুর হচ্ছে কৃষি, তাঁত, গো-শিল্প সমৃদ্ধ বাংলাদেশের একটি বৃহৎ জনবহুল উপজেলা। এখানেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ অনেক ঐতিহাসিক স্থাপনা ও হাট রয়েছে। যোগাযোগ ব্যবস্থাও ভাল।
তবে আমরা শুধু পিছিয়ে আছি রেল যোগাযোগের ক্ষেত্রে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের জোড় দাবি উল্লাপাড়া থেকে শাহজাদপুর হয়ে পাবনার ঢালার চর পর্যন্ত রেল লাইন স্থাপনের।
এ রেলপথ স্থাপন হলে এই অঞ্চলের মানুষের সাড়া দেশের সঙ্গে যোগাযোগে নতুন মাত্রা তৈরী করবে।
Sent from my Samsung Galaxy smartphone.
Leave a Reply