আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আফগান ব্যাটার

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার নূর আলি জাদরান। ৩৫ বছর বয়সী এই ব্যাটার দেশটির প্রথম আনুষ্ঠানিক ওয়ানডে ম্যাচ থেকে খেলে আসছিলেন। যদিও ২০১৯ সালের পর থেকে জাতীয় দলের হয়ে তার আর রঙিন পোশাকের ম্যাচ খেলা হয়নি। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলেছেন নূর জাদরান। সেই ম্যাচ দিয়েই শেষ হলো তার আন্তর্জাতিক ক্যারিয়ার।

আফগানিস্তানের হয়ে সবমিলিয়ে দুটি টেস্ট, ৫১টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন নূর আলি জাদরান। ২০০৯ সালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা ঘটেছিল দেশটির, প্রথম ম্যাচ থেকেই তিনি দেশের প্রতিনিধিত্ব করে আসছেন। চলতি মাসেই আইরিশরা আফগানদের হারিয়ে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়েছিল। ওই ম্যাচটি খেলেছেন নূর আলি জাদরান।

সবমিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৯৩০ রান করেছেন এই আফগান ওপেনার। ওয়ানডেতে ২৪.৮১ গড়ে ১২১৬ এবং টি-টোয়েন্টিতে তিনি ২৭.১৩ গড়ে ৫৯৭ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় চার বছরের বিরতির পর চলতি বছরের শুরুতে ফিরেছিলেন নূর আলি জাদরান। এরপর শ্রীলঙ্কা ও আইরিশদের বিপক্ষে সর্বশেষ দুটি টেস্ট ম্যাচ খেলেন তিনি। চার ইনিংসে তার ব্যাটে এসেছে ১১৭ রান।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে আফগানদের এশিয়ান গেমসের দলে ডাক পান নূর আলি জাদরান। যেখানে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে যথাক্রমে ৫১ ও ৩৯ রান করেন এই ডানহাতি ব্যাটার। যার ওপর ভর করে স্বর্ণ পাওয়ার দৌড়ে ফাইনালও খেলেছিল আফগানরা। তবে বৃষ্টির বাধায় ভেস্তে যায় ভারতের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচটি। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে ভারত সেই স্বর্ণপদক জিতে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *