পেঁয়াজের সিন্ডিকেট, মজুতকারী ও বেশি দামে বিক্রয়কারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
রোববার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
হারুন অর রশীদ বলেন, গতকাল (শনিবার) দুপুর থেকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমাদের ডিবির লালবাগ বিভাগের একাধিক টিম চকবাজার ও শ্যামবাজার এলাকায় কাজ করেছে। এসময় তারা গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে।
তিনি বলেন, আমরা মনে করি এ সময়ে কেউ যদি কালোবাজারি করে পেঁয়াজ মজুত করে এবং বেশি দামে বিক্রির করার পায়তারা করে… এ ব্যাপারে আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব।