রাওয়ালপিন্ডিতে বাঘের থাবা, বাংলাওয়াশ পাকিস্তান

রাওয়ালপিন্ডিতে আবারও ইতিহাস গড়ল বাংলাদেশ। টেস্টে প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো টিম টাইগার্স। ইংল্যান্ডকে টপকে টেস্ট চ্যাম্পিয়নশিপের চার নম্বরে এখন নাজমুল হোসেন শান্ত’র দল। শেষ দিন জয়ের জন্য ১৪৩ রান প্রয়োজন ছিল সফরকারিদের। শেষ পর্যন্ত ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

তুমি কে আমি কে বাংলাদেশ, বাংলাদেশ। বাংলাদেশি হিসেবে গর্ব করার আরেকটা উপলক্ষ্য এনে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। রাওয়ালপিন্ডিতে গড়েছে ইতিহাস। উপহার দিয়েছে টেস্ট জয়, সিরিজ জয়। গড়েছে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার নজির।

ঝড়কে পেছনে ফেলতে ঝড়ের বেগে শেষদিন ব্যাট করতে নামে বাংলাদেশ দল। বৃষ্টি আসার যেটুকু শঙ্কা ছিল তার আগেই বাকি পথ পাড়ি দেন ব্যাটাররা।

প্রথম ঘণ্টায় জাকির হোসেনকে ফিরিয়েছেন মির হামজা। এরপর সাদমান ইসলামকেও বেশিক্ষণ টিকতে দেননি খুররম শেহজাদ।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক মিলে ৫৭ রানের জুটিতে এগিয়ে নিয়ে চলেন দলকে। দ্বিতীয় সেশনের শুরুতে অধিনায়ক ফিরে যান।

দ্রুত সাফল্যের সন্ধানে পাক অধিনায়ক, আবরারের পরপর দু’বলে দুই রিভিউ নিয়ে ব্যর্থ। তবে মুমিনুল নিজেও সফল হতে পারেননি। আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন।

তবে মুশফিক অপ্রতিরোধ্য। দলকে জিতিয়ে শেষ করে ফেরেন। তাতেই ২১তম জয়। এটাই যথেষ্ট নয় বাংলাদেশের অর্জন আর কৃতিত্ব বোঝাতে।

দু’যুগের টেস্ট পরিক্রমায় সফলতম সিরিজ। যে জয়ের সঙ্গে মিশে আছে বিদেশের মাটির প্রতিকূলতা, প্রতিপক্ষের পূর্ণতা আর বাংলাদেশের পারফরম্যান্সের উচ্চতা।

টেস্টে ঘরের মাটিতে সাম্প্রতিক সময়ে বিপর্যস্ত পাকিস্তান হোয়াইটওয়াশের লজ্জা খুব একটা পায়নি। এ নিয়ে চতুর্থবার ঘরের মাঠে হোয়াইটওয়াশ হলো দেশটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *