আশ্রয়কেন্দ্রে ছড়াচ্ছে পানিবাহিত রোগ, সুপেয় পানির তীব্র সংকট

বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় নোয়াখালীর বিভিন্ন এলাকা থেকে পানি নামছে। তবে বন্যাকবলিত এলাকায় ছড়াচ্ছে পানিবাহিত রোগ। চর্মরোগ, ডায়রিয়া, কলেরাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে পানিবন্দি মানুষ। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। এদিকে দুর্গত এলাকায় ত্রাণ না পৌঁছানোয় বাড়ছে ওষুধ ও বিশুদ্ধ পানির সংকট।

জানা গেছে, জেলার ৮ উপজেলায় পানিবন্দি আছেন ১৯ লাখ ১৭ হাজার মানুষ। ১২১৪টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন ২ লাখ ২১ হাজার ৫৮৬ জন মানুষ। জেলায় বন্যায় মৃত্যু হয়েছে ৯ জনের। সরকারিভাবে ১২৪ ও বেসরকারিভাবে ১৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এ পর্যন্ত ৪৫ লাখ টাকা, ১৭১৮ মেট্রিক টন, ১ হাজার প্যাকেট শুকনো খাবার, ৫ লাখ টাকার শিশু খাদ্য ও ৫ লাখ টাকার গো খাদ্য বিতরণ করেছে জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *