দেশের উন্নয়নের জন্য দরকার জনগণের সরকার মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তবেই সরকারের জনগণের প্রতি জবাবদিহিতা থাকবে। সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে নির্বাচনের মাধ্যমে।
তিন বলেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই, স্বৈরাচার সরকারের পতন হয়েছে। কিন্তু এর প্রেতাত্মা এখনো বিচরণ করছে। লাখো জনতার আত্মত্যাগের বিনিময়ে সরকার গঠিত হয়েছে। এই আত্মত্যাগ বৃথা হতে দেওয়া যাবে না।
সোমবার (২৩ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন।