কক্সবাজার সমুদ্র সৈকত থেকে নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে লাবনী পয়েন্টে জোয়ারের পানিতে সৈকতে ভেসে এলে মরদেহ দুটি উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ ও সি লাইফ গার্ড।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল আহমেদ। এখন পর্যন্ত মরদেহ দুটির নামপরিচয় জানা যায়নি।

আপেল মাহমুদ বলেন, আজ বেলা ১১টার দিকে লাবনী সৈকত থেকে একজন নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বয়স আনুমানিক ৩০ বছর হবে। ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লাইফ গার্ডের ইনর্চাজ ইমতিয়াজ আহমেদ বলেন, সৈকতে দুইজনের মরদেহ ভেসে আসতে দেখে আমাদের ডিউটি টিমের সদস্যরা উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশকে জানায়। তারা পর্যটক হতে পারে। তবে পুরাপুরি নিশ্চিত নই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *