সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আধ্যাত্মিক এই সিলেট নগরীকে একটি পর্যটন নগরী হিসাবে গড়ে তুলতে ‘গ্রিন-ক্লিন-স্মার্ট সিলেট’- শ্লোগান বাস্তবায়নে কাজ শুরু করেছি। এটি আমার অন্যতম প্রধান একটা নির্বাচনী প্রতিশ্রুতিও। ইনশাআল্লাহ নগরবাসীর সহযোগীতায় একে একে সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।
শুক্রবার (২৪ নভেম্বর) রাত ১১টায় ‘গ্রিন সিলেট-ক্লিন সিলেট’ কর্মসূচির অংশ হিসেবে নগরীর রিকাবিবাজার পয়েন্টে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানকালে তিনি এসব কথা বলেন।
এসময় তার সাথে ছিলেন স্কটিশ পার্লামেন্টের সদস্যবৃন্দ ও সিসিক’র কাউন্সিলরবৃন্দ।
এসময় মেয়র বলেন, নগরীর পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সিসিক’র কর্মীরা কাজ করছে। যাতে তারা আরও ভালোভাবে কাজ করতে পারে সে ব্যাপারে আমরা তাদের সচেতন করছি। তাদের কাছ থেকে আগামীতে আরও ভালো ফল পাওয়া যাবে। আর আমি নিজেই বিষয়টি তদারকি করছি।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘শুধু পরিচ্ছন্নতা কর্মীদের উপর নির্ভর করলে হবে না। এ ব্যাপারে নগরবাসীকেও মূল্যবান অবদান রাখতে হবে। আমরা যাতে নিজের চারপাশটা পরিচ্ছন্ন রাখতে পারি, সে ব্যাপারে আমাদের প্রত্যেক কে আরও সচেতন হতে হবে।’
অভিযানকালে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, স্কটিশ পার্লামেন্টের সদস্য স্কটিশ ক্রস-পার্টি গ্রুপের লিডার এবং স্কটল্যান্ডের শ্যাডো মিনিস্টার ফর কালচার, ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এন্ড ইউরোপ ফয়সল চৌধুরী এমবিই, শ্যাডো কেবিনেট সেক্রেটারি ফর লোকাল গভর্নমেন্ট, হাউজিং এন্ড সোস্যাল জাস্টিস মাইলস ব্রিগস, স্কটিশ এমপি ইভিলিন টুইড, অভিবাসন ও ইমিগ্রেশন এক্সপার্ট ওয়ার্ক পারমিট ক্লাউডের ফাউন্ডার ব্যারিস্টার মো. লুৎফুর রহমান, স্কটিশ ক্রস-পার্টি গ্রুপের এডভাইজার এবং চ্যানেল এস এর হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ, অফিসিয়াল সেক্রেটারিয়েট জুনেদ হোসেইন চৌধুরী।
সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন, তৌফিকুল হাদি, বিক্রম কর সম্রাট, একে আজাদ লায়েক, তোফায়েল আহমদ শেপুল, রেজয়ান আহমদ, সায়ীদ আব্দুল্লাহ, মখলিছুর রহমান কামরান, আব্দুর রকিব বাবলু, আব্দুল মুহিত জাবেদ, এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, তাকবিরুল ইসলাম পিন্টু, রায়হান হোসেন, মো. মাজহারুল ইসলাম শাকিল, নাজমুল ইসলাম, রুহেল আহমদ।
মহিলা কাউন্সিলরদের মধ্যে নারগিস সুলতানা, হাজেরা বেগম, ফাতেমা বেগম উপস্থিত ছিলেন।