জয়পুরহাটে ককটেল বিস্ফোরণ

সারা দেশে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা নবম দফা অবরোধের দ্বিতীয় দিনে জয়পুরহাট জেলা শহরের গুলশান মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৪ ডিসেম্বর) বেলা ১২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

জয়পুরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খঞ্জনপুরের দিক থেকে একটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি এসে গুলশান মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা হেলমেট পরিহিত ছিল। ককটেল বিস্ফোরণের পর তারা সিমেন্ট ফ্যাক্টরি বাইপাস এলাকা দিয়ে চলে যায়। ককটেল বিস্ফোরণের সময় বিকট শব্দ এবং ধোঁয়া হয়। এতে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *