কুমিল্লায় অবরোধের সমর্থনে মহাসড়কে মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় টায়ারে আগুন দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন তারা। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে সটকে পড়েন।
রোববার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হোটেল হাইওয়ে ইনের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা।
ওসি বলেন, অবরোধের সমর্থনে মহাসড়কে তাণ্ডব চালানোর চেষ্টা করে বিএনপির ৮ থেকে ১০ জন নেতাকর্মী। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে তারা দক্ষিণ পাশের বাই সড়ক দিয়ে পালিয়ে যায়।
ওসি আরও বলেন, মহাসড়কের যে স্থানটিতে এ ঘটনা, সেখানে সড়কের দক্ষিণ পাশে একটা ভাঙারি দোকান আছে। সেখান থেকে কিছু পুরোনো টায়ার এবং বোতল এনে সেগুলোতে আগুন দিয়ে মহাসড়কে ভীতি সৃষ্টির চেষ্টা চালানো হয়। পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যায়। তেমন কোনো অপ্রীতিকর কিছু করতে পারেনি অবরোধকারীরা।