ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ বেড়েছে। এতে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন এ সড়ক ব্যবহারকারী যাত্রীরা।
শুক্রবার (১ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা গেছে, সোনারগাঁয়ের চৈতি গার্মেন্টস থেকে যানজট শুরু হয়ে তা মেঘনা ঘাটের টোল প্লাজায় গিয়ে ঠেকেছে। সড়কে জনসাধারণ ও গাড়ির ব্যাপক উপস্থিতির কারণে এমন যানজটের সৃষ্টি হয়েছে।
মারুফ নামের এক বাসচালক জানান, হরতাল-অবরোধে গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার ভয় থাকে। গাড়ি বের করেও স্বাভাবিকের চেয়ে যাত্রী কম থাকে। ছুটির দিনে সেই ভয় নেই, যাত্রীও অনেক। তাই রাস্তায় গাড়ি অন্যান্য দিনের চেয়ে বেশি।
রনি আহমেদ নামে এক যাত্রী বলেন, হরতাল-অবরোধে গাড়িতে উঠলে জীবনের ঝুঁকি থাকে। ভেবেছিলাম আজ একটু নির্বিঘ্নে চট্টগ্রাম পৌঁছাতে পারবো কিন্তু রাস্তায় প্রচণ্ড যানজট। কখন যানজট শেষ হবে বুঝতে পারছি না।
কাঁচপুর হাইওয়ে থানার ইনস্পেক্টর (ওসি) রেজাউল হক বলেন, মহাসড়কে গাড়ির বাড়তি চাপ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে।