তরুণ আইনজীবি মো. জাকের হোসেন

লেখার শুরুতে কবি কাজী নজরুল ইসলামের কথায়, মিথ্যা শুনিনি ভাই এই হ্নদয়ের চেয়ে বড় কোন ও মন্দির- কাবা নাই।

ছোট থেকে দেখেছি যেভাবে আইনজীবী জাকেরকে।  আমরা তখন স্কুলে লেখাপড়া করি।সেই সময় লগবগে তরুণ ছেলেটি। কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগে এক মুসলিম পরিবারে তার জন্ম।

ছোট থেকে মেধাবী এবং ভদ্রও নম্র স্বভাবের চলাফেরা করত। লেখাপড়া শেষে আইনপেশায় নিজে মনোনিবেশ করেন। এ পেশায় পেয়েছেন, সফলতা পেয়েছেন, সম্মান পেয়েছেন ইজ্জত, আইন পেশার মাঝে অর্জন করেছেন মানুষের ভালোবাসা । যা পৃথিবীর সকল সম্পদের চেয়েও মূল্যবান।

মনপ্রাণ দিয়ে পড়া লিখা করতে হবে। ভাল ডিগ্রি নিতে হবে। মেধা সার্প থাকতে হবে। আইনজীবী মানে সারাজীবনের জন্য ছাত্র। যত বেশি পড়াশুনা করতে পারবে তত বেশি এই পেশায় সফল হতে পারবে। তার মাঝে যেন এই গুণ এর কোনোটি কমতি নেই।

জাকের তার মেধা, প্রজ্ঞা কাজে লাগিয়ে ইতিমধ্যেই সুনাম কুড়িয়েছে সারা দেশ জুড়ে। আইন সংক্রান্ত তার মেধা অন্যান্যদের থেকে আলাদা। বেশিদিন হয়নি লেখাপড়া শেষ করে আইনি পেশার সাথে জড়িত, তারপরেও অল্প দিনের মধ্যে এই খ্যাতি পাওয়া একটি বিশাল ব্যাপার।

গত বছরেই সিলেট বারে যুক্ত হলো। সিলেট ও মৌলভীবাজার কোর্টে যার পদচারণায় মুখর থাকে প্রতিদিন। সিলেট বার কাউন্সিল ও মৌলভীবাজার বার কাউন্সিলের সদস্য হিসেবেও যুক্ত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *