নওগাঁয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

নওগাঁর মহাদেবপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাট চকগৌরী এলাকায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে ট্রাকটিতে আগুন দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, রাতে হাট চকগৌরী এলাকায় আমজাদ চেয়ারম্যানের চালকলের সামনে মালামালবিহীন ট্রাকটি দাঁড় করানো ছিল। সাড়ে ৯টার দিকে ওই ট্রাকের সামনের অংশে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি নজরে এলে তাৎক্ষণিক স্থানীয়রা এগিয়ে এসে বালু ও পানি দিয়ে আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ট্রাকটির ইঞ্জিনসহ সামনের বেশ কিছু অংশ পুড়ে যায়।

মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঢাকা পোস্টকে বলেন, হাট চকগৌরি এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দেখে স্থানীয়রা প্রথমেই ফায়ার সার্ভিসে খবর দিয়েছিল। তবে ফায়ার সার্ভিসের টিম সেখানে পৌছাঁনোর আগেই তারা আগুন নিয়ন্ত্রনে এনেছে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কে বা কারা এর সঙ্গে জড়িত তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, রোববার (৩ ডিসেম্বর) সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। নবম দফা অবরোধ কর্মসূচির আগের রাতে মহাদেবপুরে ট্রাকে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। এর আগে গত ২৬ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে মহাদেবপুর উপজেলা সদরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। ওই ঘটনায় এখনো কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *