নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রূপগঞ্জের কাঞ্চন থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার দ্রুতগতিতে যাওয়ার সময় গাড়িটির চাকা বিস্ফোরণ হয়। এতে গাড়িটি প্রথমে ঢাকা আউটগোয়িং লেনে ধাক্কা খায় ও পরে ঢাকা থেকে আসা আরেকটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংবাদ পেয়ে রূপগঞ্জ থানা পুলিশের একটি টিম এবং ফায়ার সার্ভিস গাড়ির দরজা কেটে গুরুতর আহত ৬ জনকে উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান। আর দুইজনকে ঢাকা মেডিকেল নেওয়ার পথে মারা যান। এ ছাড়া তিনজন ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) জুবায়ের হোসেন বলেন, হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ কাজ করে যাচ্ছে।