মানিকগঞ্জে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টির খালপাড় এলাকায় ইমারত আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। খালপাড় এলাকার থানার পশ্চিম পাশে আশিক রহমান শাহিন নামে এক ব্যক্তি সাত তলা ভবনের অনুমতি পেলেও আট তলার নির্মাণ কাজ শুরু করেছেন। এতে ওই ভবনের আশপাশে বসবাসকারীরা ঝুঁকির মধ্যে পড়েছেন।

নির্মাণাধীন ওই ভবনের পাশের বাসিন্দা সেলিনা আক্তার আট তলার নির্মাণ কাজ বন্ধে পৌরসভায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পর পৌরসভার প্রকৌশল বিভাগ নির্মাণাধীন ভবন পরিদর্শন করলেও কাজ বন্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

নথিপত্র ঘেঁটে দেখা গেছে, ২০২০ সালের জানুয়ারি মাসে গঙ্গাধরপট্টি এলাকার আশিক রহমান শাহিন সাত তলা আবাসিক ভবন নির্মাণের অনুমতি চেয়ে পৌরসভায় আবেদন করেন। পৌরসভার ৩ নং ওয়ার্ডের বনগ্রাম মৌজায় ৭১ নম্বর জেএল, খতিয়ান নম্বর আরএস ৫৪/১, দাগ নম্বর এসএ ৪৪/৩০২, আরএস-৬১ তে ৪ শতাংশ জমির ওপর ভবন নির্মাণের নকশা জমা দেন তিনি। ওই সময় সাবেক মেয়র গাজী কামরুল হুদা সেলিম মার্চ মাসে ১৬টি শর্ত দিয়ে সাততলা ভবন নির্মাণের অনুমতি দেন। তবে সম্প্রতি সাততলা ভবন নির্মাণের কাজ শেষ করে আট তলা ভবন নির্মাণে কাজ শুরু করেন ভবন মালিক। বিল্ডিং কোড অমান্য করে আট তলা ভবন নির্মাণের কাজ বন্ধের দাবিতে গত ২১ আগস্ট পৌরসভায় লিখিত অভিযোগ দেন ওই এলাকার বাসিন্দা সেলিনা আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *