প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এর আগে মাত্র একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি মেয়েরা। সেটি ছিল ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১০ বছর পর আবারও ঢাকার মাঠে দেখা যাবে অ্যালিসা হিলিদের।
ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজটির সময়সূচি ঘোষণা করা হয়েছে। আজ এক বিজ্ঞপ্তিতে সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১৭ এপ্রিল ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়ার মেয়েরা।২০২২-২৫ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অধীনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২১ মার্চ। এ ছাড়া তিন ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩১ মার্চ। সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে।
দেশের ক্রিকেটে এখন বিপিএল উত্তাপ। এরইমাঝে উত্তাপ পাওয়া যাচ্ছে নতুন সূচির। বাংলাদেশ জাতীয় দল প্রস্তুত হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই লঙ্কানদের বিপক্ষে মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল। পুরুষ ক্রিকেটে ঠাসা সূচির মধ্যে নারী ক্রিকেটেও আছে বড় ব্যস্ততা।
এদিকে, বাংলাদেশের বিপক্ষে দলও চূড়ান্ত করে ফেলেছে অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল নিয়েই আসছে ক্রিকেটের পরাশক্তিরা। অ্যালিসা হিলির নেতৃত্বে দলে আছেন তাহলিয়া ম্যাকগ্রা, ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, এলিস পেরিদের সবাই। ঘোষিত দল দেখেই অনুমেয়, টাইগ্রেসদের জন্য নিশ্চিতভাবেই চ্যালেঞ্জিং এক সিরিজ হতে চলেছে।