বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাহিদ ফারুকের পক্ষে করা জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক নূরুল আমীন।
বিষয়টি নিশ্চিত করেছেন জাহিদ ফারুকের পক্ষে জামিন আবেদনকারী আইনজীবী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজালুল করিম।
তিনি বলেন, রোববার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে। আজকে (সোমবার) সন্ধ্যায় তাকে আদালতে তোলা হয়। যে মামলায় জাহিদ ফারুককে গ্রেপ্তার করা হয়েছে আদালতকে আমরা বোঝানোর চেষ্টা করেছি, সেই ঘটনায় তিনি উপস্থিত ছিলেন না। আদালত আমাদের করা জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।