সিলেটে অবরোধের প্রথম দিন, বিএনপির ৪ নেতাকর্মী আটক

বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের দশম দফায় ডাকা দুই দিনের অবরোধের প্রথম দিনে সিলেটে চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) বেলা ২টার দিকে মহানগরের সোবহানীঘাটে সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্যসচিব আফসার খান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ ও সহসাংগঠনিক সম্পাদক আখতার হোসেন লিমন।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল বাতিল ও খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে নবম ধাপে ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা মহানগরের সোবহানীঘাট হাজী নওয়াব আলী জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করে। মিছিল নিয়ে তারা শাহজাজলাল উপশহরের গিয়ে সড়কে বসে অবরোধের চেষ্টা করলে পুলিশ গিয়ে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ ছাত্রদলের দুই নেতা রাসেল ও লিমনকে আটক করে।

পরে অভিযান চালিয়ে স্বেচ্ছাসবেক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও আফসার খানকে আটক করে পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, সড়ক অবরোধের চেষ্টাকালে চারজন কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে নেতাকর্মীদের গ্রেপ্তারে নিন্দা জানিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *