সিলেটের গোলাপগঞ্জে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিনগত রাত সোয়া ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ মহাসড়কের ফুলবাড়ি ইউনিয়নের মাইজভাগ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
কাভার্ডভ্যানের চালক মোহাম্মদ আলমগীর জানান, কাভার্ডভ্যান নিয়ে সিলেটের লালাবাজারে আসছিলেন তিনি। সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার মাইজভাগ এলাকায় পৌছালে দুটি মোটরসাইকেলে ছয় থেকে সাতজন মুখোশধারী ব্যক্তি গাড়ির গতিরোধ করে। পরে তাকে ও হেলপারকে গাড়ি থেকে নামিয়ে গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চেষ্টা করেও আগুন নেভাতে পারেননি বলে জানান তিনি।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন চন্দ্র সরকার জাগো নিউজকে জানান, মোটরসাইকেলে এসে আগুন দেওয়ার ঘটনাটি নাশকতা বলে মনে হচ্ছে। কাভার্ডভ্যানটির বেশিরভাগ অংশ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।