সিলেটে বিপুল ইয়াবাসহ গ্রেফতার ৮

সিলেটে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৮ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সিলেট জেলার বিয়ানীবাজার ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের পৃথক টিম।

বুধবার সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) সোমেন মজুমদার স্বাক্ষরিত র‌্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন, হবিগঞ্জ জেলার আছিম মিয়ার ছেলে মো. মোরাদ মিয়া (২৩) একই জেলার মো. কাজন মিয়ার ছেলে শাকিল আহমেদ জয় (২৫)। সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মৃত মরম আলীর ছেলে রাকিব মিয়া (৩২), একই জেলার নারায়ন দাশের ছেলে সূচক দাশ (২৭), হবিগঞ্জ জেলার আব্দুস সহিদের ছেলে মো. কাবিল হোসেন (২৪), একই জেলার আবুল কাশেমের ছেলে মোফাজ্জল আহমেদ (২১), নুরুল ইসলামের ছেলে মো. ইব্রাহিম (২২), জিলাদ মিয়ার ছেলে জুবেল মিয়া (২৩)।

র‌্যাব জানায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিলেটে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় পৃথক অভিযান চালিয়ে সিলেট জেলার বিয়ানীবাজার ও সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন এলাকা থেকে ৫৭৬০ পিস ইয়াবাসহ ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। বিয়ানীবাজার থেকে ২০১০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করে ও সুনামগঞ্জের ছাতক থেকে ৩৭৫০ পিস ইয়াবাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *