সিলেটে হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিংয় করেছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশ এসে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে দক্ষিণ সুরমা এলাকার চন্ডিপুল এলাকায় সিলেট মহানগর ছাত্রদল নেতা আল-আমিন আহমদের নেতৃত্বে পিকেটিং,গাড়ি ভাঙচুর, সড়কে ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় হরতালের সমর্থনে মিছিল শেষে পিকেটিংয়ের করলে পুলিশ এসে তা পন্ড করে দেয়। এসময় তাঁরা হরতাল হরতাল স্লোগান দিয়ে কিছু অটোরিকশা ভাঙচুর করেন ও টায়ারে আগুন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্র ভঙ্গ করে দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার। তিনি জানান, খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাঁদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে রয়েছে।
তিনি বলেন, নাশকতা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।