চার ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশার কারণে মঙ্গলবার রাত সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরি ঘাটের সহ ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন ঢাকা পোস্টকে এই তথ্য জানিয়েছেন।
মো. ইকবাল হোসেন বলেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ঘন কুয়াশা দেখা দেয়। নৌপথের দুর্ঘটনা এড়িয়ে চলতে রুটটিতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।