২৫ বছর ধরে একাই দাঁড়িয়ে সেতুটি

জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর ঘোষেরপাড়া এলাকার গোলডোবা খালের ওপর প্রায় ২৫ বছর আগে নির্মাণ করা হয় একটি সেতু। আজ পর্যন্ত সেই সেতুর দুই পাশে নির্মাণ হয়নি সংযোগ সড়ক। গত ২৫ বছর ধরে একাই দাঁড়িয়ে আছে সেতুটি। আর সড়ক না থাকায় বর্ষা মৌসুমে ভোগান্তি নিয়ে চলছে গ্রামবাসীরা।

স্থানীয়রা জানান, উপজেলার ঘোষেরপাড়া পাড়া ইউনিয়নের বীর ঘোষেরপাড়া এলাকার গোলডোবা খালের উপর প্রায় ২৫ বছর আগে একটি সেতু নির্মাণ করা হয়েছিল। সেতু নির্মাণ করার পরে আর কোনো সংযোগ সড়ক নির্মাণ হয়নি। এভাবেই কেটে গেছে প্রায়ই ২৫ বছর। সড়ক নির্মাণের আগেই সেতুটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানে সড়কটি যে পাশে রয়েছে সেই জায়গায় সেতুটি নেই। গ্রামীণ কাঁচা সড়ক থেকে ৫০ ফুট পূর্ব দিকে সেতুটি নির্মাণ করা হয়। অপরিকল্পিতভাবে সেতু নির্মাণ করায় সেতুটি আর কাজে লাগেনি।

সরেজমিনে দেখা গেছে, আবাদি জমির মাঠে একা দাঁড়িয়ে আছে সড়কবিহীন সেতুটি। নেই কোনো সংযোগ সড়ক, গ্রামীণ মাটির কাঁচা সড়কের থেকে প্রায় ৫০ ফুট পূর্বদিকে সেতুটি রয়েছে। তাই সেতুটি কখনও ব্যবহার হয়নি। তবে গ্রামীণ সড়ক দিয়ে ঘোষেরপাড়া এলাকার কয়েক হাজার মানুষ চলাচল করে। ফলে বর্ষা মৌসুমে তাদের ভোগান্তিতে পড়তে হয়।

ঘোষেরপাড়া এলাকার কৃষক আলম মিয়া বলেন, অনেক আগ থেকেই দেখি এই অবস্থা। সেতুটিতে জীবনে কেউ পা দেয়নি। এখানে সড়কের সাথে একটা সেতুর খুব দরকার ছিল। সড়ক থেকে প্রায় ৫০ হাত দূরে সেতুটি হওয়ায় এটা কোনো কাজে আসেনি। এটা ভেঙে ফেলা উচিত।

আরো পড়ুন  পাবনা-২ আসনে সংগীতশিল্পী সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল

কৃষক সোলাইমান হোসেন বলেন, ওই সেতু কাজে তো একদিনও লাগেনি বরং ক্ষতি হয়েছে। বন্যার সময় এদিক দিয়ে নৌকা চলাচল করে। এই সেতুর জন্য নৌকা চালাতে সমস্যা হয়।

ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু বলেন, বর্তমানে ওই জায়গায় নতুন করে সেতু নির্মাণ করা হবে। এলজিইডি ওই জায়গায় সেতু নির্মাণের জন্য পরিদর্শন করেছেন।

মেলান্দহ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী এলজিইডি শুভাশীষ রায় বলেন, এই বিষয়টি আমার জানা নেই। বিষয়টি না জেনে মন্তব্য করতে পারছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *