আলী আজ্জম ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান পুননির্বাচিত

ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশন ও ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে পুননির্বাচিত হয়েছেন ব্যবসায়ী মোহাম্মদ আলী আজ্জম।

শনিবার (২৩ ডিসেম্বর) ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ১৮৫তম সভায় তাকে এই পদে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচন করা হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে তিনি ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। নতুন করে তার এ পদের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।

ইস্টার্ন ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এবং ইস্টার্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন অ্যান্ড ডিসিপ্লিনারি বিষয়ক বোর্ড কমিটির চেয়ারম্যানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন আলী আজ্জম। ১ জানুয়ারি ২০২৪ থেকে পরবর্তী এক বছর তিনি ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

ইস্টার্ন ইউনিভার্সিটি ছাড়া চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে সম্পৃক্ত আছেন মোহাম্মদ আলী আজ্জম। পাশাপাশি অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গেও জড়িত। জামিলা-লতিফ নামে একটি ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন। তিনি ফাতেমা স্টিল করপোরেশনের সত্ত্বাধিকারী এবং রিয়েল এস্টেট প্রতিষ্ঠান আল জামিল প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *