সরকারি প্রাথমিক স্কুলে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে আজ (বুধবার) রাতে। রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের ফল প্রকাশের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ রাতেই ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বলেন, আশা করছি আজ অথবা আগামীকাল (বৃহস্পতিবার) সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা সম্ভব হবে। আজ যদি সম্ভব না হয়, তাহলে বৃহস্পতিবার ফল প্রকাশ করা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, লিখিত পরীক্ষার উত্তরপত্র যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। ফল প্রকাশের বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিদপ্তরের কর্মকর্তারা সভা করবেন। সভায় সবকিছু চূড়ান্ত আজ রাতে ফল প্রকাশ করা হবে। কোনো কারণে আজ ফল প্রকাশ করা না গেলে বৃহস্পতিবার ফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোয় লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। তিন বিভাগে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ এবং কেন্দ্রের সংখ্যা ছিল ৫৩৫টি।