অনেক উৎসাহ-উদ্দীপনা এবং উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত হয়ে গেল বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড ও ইয়ুথপ্রিনিউর নেটওয়ার্কের যৌথ আয়োজন ‘ওয়ালটন ল্যাপটপ ৩য় জাতীয় বিজ্ঞান উৎসব ২০২৩’ (ময়মনসিংহ পর্ব) ।
ময়মনসিংহ এবং এর আশেপাশের অঞ্চলের প্রায় ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫০ জন শিক্ষার্থী এ আয়োজনে অংশ নেন। এমনকি বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীরাও এতে অংশ নেন।
জুনিয়র এবং সিনিয়র দুই ক্যাটাগরিতে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় লাইব্রেরি সংলগ্ন প্রাঙ্গনে অনুষ্ঠানটি রেজিষ্ট্রেশনকৃত প্রতিযোগীদের রিপোর্টিং এর মাধ্যমে শুরু হয়।
দুই ধাপে আয়োজিত এ অনুষ্ঠানের প্রথম ধাপে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত একে একে সায়েন্স অলিম্পিয়াড, সায়েন্স কুইজ, আইকিউ টেস্ট, পেইন্টিং এবং সাইন্স প্রজেক্ট সাবমিশন অনুষ্ঠিত হয়। বিকেল ৪টার দিকে চাষি ভবনের মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।
দ্বিতীয় ধাপ শুরু হয় জুনিয়র এবং সিনিয়র ক্যাটাগরির নির্ধারিত বক্তব্য প্রতিযোগিতার মাধ্যমে।
এই আয়োজনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর – প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী। এ ছাড়াও বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডের উপদেষ্টাগণ, বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক প্রফেসর ড. মো. তানভির রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান সংঘের সভাপতি প্রফেসর ড. মাহফুজুল হক রিপনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের আরও বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে উঠতে তারা তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন।
বিজয়ীদের মধ্যে সিনিয়র ক্যাটাগরির নির্ধারিত বক্তব্যের বিজয়ী মো. রাকিহ হাসান মুবিন এই অনুষ্ঠান সম্পর্কে বলেন যে, এইরকম অনুষ্ঠান শিক্ষার্থীদেরকে অনেক উৎসাহ দেয় এবং বিজ্ঞানের প্রতি অনুরাগের জন্ম দেয়। বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড যেন এই ধরনের আয়োজন বারবার আয়োজন করে তাদের সুযোগ করে দেয়।
প্রতিটি ক্যাটাগরি থেকে প্রতিটি সেগমেন্টের শীর্ষ ৩ জন করে সর্বোমোট ৪৮ জন পুরষ্কারপ্রাপ্ত হন।
দিনব্যাপী এই আয়োজনের সহযোগী পার্টনার হিসেবে ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। নিউট্রিশন পার্টনার হিসেবে ছিল গ্রামীণ ড্যানোন- শক্তি। সারাদিন প্রতিযোগীদের ফুরফুরে রাখতে এবং সতেজ থাকতে রিফ্রেশমেন্ট পার্টনার হিসেবে ছিল কাজী এন্ড কাজী টি।
গিফট পার্টনার হিসেবে ছিল ইকো কাটলার, মিডিয়া পার্টনার হিসেবে ছিল ঢাকা পোস্ট, কালের কণ্ঠ এবং নাগরিক টিভি। কফি পার্টনার হিসেবে ছিল নেসক্যাফে।
এই আয়োজনে ক্লাব পার্টনার হিসেবে ছিল- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান সংঘ।