ওপার বাংলার টিভি সিরিয়ালের পরিচিত মুখ দেবচন্দ্রিমা সিং। বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় তিনি। সময় পেলেই বেরিয়ে যান ঘুরতে। সেটা হোক দেশে কিংবা দেশের বাইরে।
যদিও বর্তমানে এই অভিনেত্রীর হাতে তেমন কোনো কাজ নেই। সবশেষ দেবচন্দ্রিমাকে দেখা গেছে স্টার জলসার ‘সাহেবের চিঠি’ ধারাবাহিক নাটকে। এরপর ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন তিনি।
তবে দেবচন্দ্রিমার ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যায়, বিভিন্ন জায়গায় ঘুরেই নিজের সময়গুলো কাটাচ্ছেন এই অভিনেত্রী। তবে সেসব ছবি নিয়ে ভক্ত-অনুরাগীদেরও রয়েছে যথেষ্ট প্রশ্ন। যার অধিকাংশই নেতিবাচক।
ছোট পর্দায় কাজ না থাকলেও অভিনেত্রীর বিদেশ ভ্রমণ নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। কারো মন্তব্য, ‘মাত্র কয়েকটা সিরিয়াল করে এতো ঘুরতে যাওয়ার টাকা কোথায় পান?’ আবার কেউ লিখেছেন, ‘এত হাজার হাজার টাকা খরচ করছেন কোথা থেকে?’
যদিও এরকম নেতিবাচক মন্তব্যর কোনো জবাবই দিতে দেখা যায়নি দেবচন্দ্রিমাকে। তিনি বরং অবকাশ যাপনেই ব্যস্ত আছেন দেশের বাইরে।