অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সুহানা খান

জোয়া আখতারের ‘দি আর্চিজ’ সিরিজ দিয়ে বলিউডে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সুহানা খান। আর কয়েক দিন পরেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে সেই সিরিজ। আপাতত এই সিরিজের প্রচারে ব্যস্ত বাদশা-কন্যা।

এদিকে স্রেফ অভিনেত্রী হিসাবে নয়, একই সঙ্গে গায়িকা হিসাবেও অভিষেক হতে চলেছে শাহরুখ-কন্যার। ‘দি আর্চিজ’ সিরিজেরই একটি গান গেয়েছেন সুহানা।

সিরিজের প্রথম ঝলক ও প্রচার ঝলকের পর সময়ে সময়ে মুক্তি পেয়েছে ‘দি আর্চিজ’-এর একাধিক গান। সদ্য মুক্তি পেয়েছে সিরিজ়ের নতুন গান ‘জব তুম না থি’। সেই গানেই গলা দিয়েছেন তিনি। বলিউডের নামজাদা ও জনপ্রিয় সুরকারের দল শঙ্কর-এহসান-লয়-এর সুরে ওই গান গেয়েছেন সুহানা।

সুহানাই নন, ওই গানে তার সঙ্গে রয়েছেন ডট, তেজস, এমনকি, জাভেদ আখতারের মতো বর্ষীয়ান শিল্পীও।

সামাজিক মাধ্যমে সম্প্রতি সেই গানের ঝলক পোস্ট করে সুহানা লিখেন, ‘আমি আমার জীবনের প্রথম গান গাইলাম। জোয়া আখতার, শঙ্কর মহাদেবনকে ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য।’

জানা গেছে এই সিরিজে অভিনয় করতে স্কেটিং থেকে শুরু করে ব্যালের মতো কঠিন প্রশিক্ষণ নিয়েছেন সুহানারা। তবে বাবার মতো নিজের মেধা ও পরিশ্রমে বলিউডে জায়গা করতে চান সুহানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *