কার কথায় নিজের ভাগ্য ফেরালেন রানি?

বিয়ে আর বাচ্চা জন্মানোর পর অনেক নায়িকায় নিজেকে রুপালি পর্দা থেকে সরিয়ে নিয়েছেন। এই তালিকায় নাম রয়েছে কাজল, কারিশ্মা কাপুরের মতো অভিনেত্রীদেরও। এমনকি মেয়ে আদিরার জন্মের পর এমন চিন্তা এসেছিল রানি মুখোপাধ্যায়ের মাথাতেও। আর সেই সময়, আদিত্য চোপড়াই অভিনেত্রী বউকে বুঝিয়ে ফিরিয়েছিলেন কাজে।

নিজের সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ প্রসঙ্গে এমনটা জানান রানি।

রানি বলেন, মেয়ের জন্মের পর তাকে দেখভাল এবং সময় কাটানোতে এতটাই ঢুকে গিয়েছিলাম যে সিনেমায় ফেরার কথা যেন আর ভাবতেও পারছিলাম না। সেই সময় আদিত্যই তাকে পথ দেখান। রানিকে মনে করিয়ে দেন তার পরিচয়, ভারতীয় সিনেমায় তার ভূমিকা, তার অগণতি ভক্তের কথা। আর এসবের পরে রানিও বুঝতে পারেন মাতৃত্ব আর কাজের মধ্যে ব্যালেন্স তৈরি করা কতটা দরকার। আর সেই সময়ই হ্যা বলেন ‘হিচকি’র অফারে।

রানি আরও বলেন, কোনও ছবি ভালো ব্যবসা করার অর্থ হলো অভিনেতা-অভিনেত্রীদের কাছে বার্তা পৌঁছনো যে ছবিটি ভালো লেগেছে। রানি মনে করেন- এর থেকে বড় পাওনা ও সন্তুষ্টি আর কোনও কিছুতে হতে পারে না।

২০০১ সালে যশরাজ ব্যানারের হাত ধরেই কাজ শুরু করেছিলেন রানি মুখোপাধ্যায়। আর ওই বছরেই দীর্ঘদিনের প্রেমিকা পায়েল খান্নার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন আদিত্য। যদিও ২০০৯ সালে বিচ্ছেদ হয়ে যায় পায়েল আর আদিত্যর। অনেকের মতে, এই বিচ্ছেদের পিছনে নাকি কারণ ছিলেন রানিই।

চোপড়া পরিবারও অনেকদিন মেনে নেয়নি রানিকে। বউ নিয়ে হোটেলে থাকতে হয়েছিল আদিত্যকে। ২০১৪ সালে বিয়ে করেন রানি আর আদিত্য। আর ২০১৫ সালের ৯ ডিসেম্বর জন্ম হয় মেয়ে আদিরার। এখনও সেভাবে মেয়ের ছবি-ভিডিও শেয়ার করতে দেখা যায়নি রানিকে। বরং সব প্রচারের আলো থেকে আদিরাকে দূরেই রাখতে চান রানি ও আদিত্য। সূত্র- হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *