‘চমকিলা’তে অভিনয়ে কেন রাজি হন পরিণীতি? জানালেন কারণ

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া অভিনয়ের পাশাপাশি গান গাইতেও ভালবাসেন। বড় পর্দায় গায়িকা হিসাবেও তিনি আত্মপ্রকাশ করেছেন অনেক আগে। ‘মেরি পেয়ারি বিন্দু’তে গান গেয়েছিলেন পরিণীতি। সেই গান বেশ জনপ্রিয়ও হয়।

এদিকে ইমতিয়াজ আলির পরবর্তী ছবি ‘চমকিলা’র শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী। শুধু অভিনয় নয়, পরিণীতি নাকি এই ছবির অ্যালবামের জন্য গানও গেয়েছেন।

বিভিন্ন সাক্ষাৎকারে বহু বার পরিণীতি জানিয়েছেন গান নিয়ে নতুন করে এগোতে চান। কয়েক দিন আগে গানের একক অনুষ্ঠানও করেছেন তিনি। পরিণীতির গায়িকা সত্তা ক্রমশ প্রকট হয়ে উঠছে। এবার শুধুমাত্র এই কারণেই নাকি ‘চমকিলা’তে অভিনয় করতে রাজি হন তিনি।

জানা গেছে, ইমতিয়াজের পরিচালনায় এই ছবিতে পরিণীতি নাকি একাই প্রায় ১৫টির মতো গান গাইবেন। সে কারণেই নাকি ছবির প্রস্তাবে রাজি হয়েছিলেন।

এ নিয়ে পরিণীতি বলেন, ‘এই ছবিতে অভিনয় করতে রাজি হয়েছিলাম শুধুমাত্র গান গাইতে পারব ভেবে।’

অভিনেত্রী বলেন, ‘আমি একই সঙ্গে দুটো ক্যারিয়ার এগিয়ে নিয়ে যেতে চাই। তার জন্য পরিশ্রম করতে হবে প্রচুর। তবে আমার মনে হয়, আমি পারবো। আমি অতিরিক্ত কিছু ভাবতে চাই না। আমার পরিবার, বন্ধু, স্বামী, অভিনয় আর গান নিয়ে ভালো থাকতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *