জিমে কাকে মিস করছেন মিমি?

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী নিজেকে ফিট রাখার জন্য কোনো কসরত বাকি রাখেন না। জিম ও যোগাসন থাকে তার প্রতিদিনের রুটিনে। জিমে নিজের এক সঙ্গীকে চোখে হারাচ্ছেন অভিনেত্রী। নিজেই জানিয়েছেন সে কথা।

সামাজিক মাধ্যমে শরীরচর্চার একটি ভিডিও পোস্ট করেছেন নায়িকা। সেখানে দেখা গেছে এক খুদের সঙ্গে খুনসুটিতে মেতেছেন তিনি। তাকে কখনও জড়িয়ে ধরছেন, আবার কখনও নিজের কোলে তুলে নিচ্ছেন মিমি।

ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, আমার জিমের সঙ্গীকে মিস্‌ করছি। এরই সঙ্গে তিনি জুড়ে দেন হার্ট ইমোজি। মূলত এই খুদেকেই মিস করছেন তিনি।

ভিডিও দেখেই অনুরাগীদের অনেকের প্রশ্ন, অভিনেত্রীর সঙ্গে বাচ্চাটি কে? মিমির সঙ্গের এ বাচ্চাটির পরিচয় নিয়ে অভিনেত্রী নিজে অবশ্য খোলসা করেননি। তবে বাচ্চাটি আসলে মিমির বোনঝি। তার নাম কৃতি দত্ত চক্রবর্তী।

এদিকে পূজায় মুক্তি পাওয়া ‘রক্তবীজ’ ছবিতে মিমির অভিনয় পছন্দ করেছেন দর্শকরা। এছাড়া সম্প্রতি মুক্তি পেয়েছে তার প্রথম হিন্দি ছবি ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। এই মুহূর্তে নতুন কাজ নিয়ে চিন্তাভাবনায় ব্যস্ত এ অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *