তিন নাটকের কাজ নিয়ে সিঙ্গাপুরে হিমি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনয়ের পাশাপাশি গানেও রয়েছে তার দক্ষতা। সম্প্রতি এ অভিনেত্রী উড়াল দিলেন সিঙ্গাপুরের উদ্দেশ্যে। সেখানে তিনটি নাটকের শুটিং করবেন তিনি।

বৃহস্পতিবার সিঙ্গাপুর পৌঁছান ছোট পর্দার এ অভিনেত্রী। সেখানে বেশ কয়েকদিন অবস্থান করবেন অভিনেত্রী।

জানা যায়, হাসিব হোসেন রাখির পরিচালনায় ৩টি নাটকের শুটিং করবেন অভিনেত্রী হিমি। এ নাটকগুলোতে তিনি অভিনয় করবেন নিলয়ের বিপরীতে। আজ (শুক্রবার) থেকেই প্রথম নাটকটির শুটিং শুরু করবেন তিনি।

হিমি বলেন, বেশ ক’জন শিল্পী ও পরিচালকের সঙ্গে সিঙ্গাপুর এসেছি। এর আগে এখানে শুটিং করা হয়নি। বেশ আলাদা একটি অভিজ্ঞতা হতে যাচ্ছে।

হিমির অভিনীত ‘পরাণ পাখি’, ‘ফ্যামিলি ট্রাবল’, ‘মেজবানি ভালোবাসা’, ‘কোটি টাকার ডিপোজিট’, ‘লাভ ইউ ম্যাডাম’ , ‘জামাই শ্বশুরের কোরবানি’, ‘তোমাকে ভেবে’, ‘শুভ বিবাহ’, ‘জামাই আতঙ্ক’ নাটকগুলো দর্শকমহলে প্রশংসিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *