ঢাকাই ছবির নায়িকা নুসরাত ফারিয়া। তাকে এখন মানুষ চেনেন ‘পর্দার হাসিনা’ হিসেবে। ভারতীয় পরিচালক শ্যাম বেনেগালের শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে মুজিব কন্যা শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন তিনি। সে থেকেই আলোচনায় চলে আসেন নুসরাত ফারিয়া।
এদিকে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুথানে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে নতুন করে আলোচনায় আসেন দেশের বেশ কিছু তারকারা। তাদের একজন নুসরাত ফারিয়া। তাই তো হাসিনা পালিয়ে যাওয়ার পর এখন নেটিজেনদের প্রশ্ন, ‘কোথায় গেলেন পর্দার হাসিনা’?
তবে কারও সামনে না আসলেও সামাজিক মাধ্যমে বেশ সরব রয়েছেন নুসরাত ফারিয়া। নিয়মিত বিভিন্ন স্থান থেকে তোলা ছবি পোস্ট করছেন ফেসবুকে। তবে তিনি কোথায় অবস্থান করছেন তা কোথাও উল্লেখ করছেন না নায়িকা। সামাজিক মাধ্যমে তার কিছু সাম্প্রতিক ছবি দেখে এতটুকু আঁচ করা যায়, এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন তিনি।