আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন একসময়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সিমলা। চলচ্চিত্র থেকে বহুদিন ধরে দূরে থাকা এই নায়িকার হঠাৎ করে মনোনায়ন ফরম সংগ্রহের খবর বেশ আলোচনার সৃষ্টি করেছে।
কারণ সিমলাকে রাজনীতির সঙ্গেও কখনো সেভাবে সম্পৃক্ত থাকতে দেখা যায়নি। তাহলে কী মনে করে আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুললেন তিনি? এমন প্রশ্নের উত্তরে এই নায়িকা জানালেন, তিনি স্বপ্নে দেখেছেন প্রধানমন্ত্রী তাকে মনোনয়ন দিয়েছেন।
সিমলা বলেন, ‘আমি জানি যদিও জানি কথাটা হাস্যকর হবে। তারপরেও বলি, স্বপ্নে তো আমরা অনেক কিছুই দেখি। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার অনেকবারই দেখা হয়েছে। কিছুদিন আগের কথা আমি স্বপ্নে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি, তিনি আমাকে কিছু একটা দিচ্ছেন। আমার মনে হয় সেই স্বপ্নটাই বাস্তব হতে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেবেন।’
ঝিনাদহ-১ আসন থেকে নির্বাচন করতে চান মনোনয়ন চান সিমলা। ইতোমধ্যেই আওয়ামী লীগের কার্যালয় থেকে নিজে উপস্থিত থেকে ফরম সংগ্রহ করেছেন তিনি।
উল্লেখ্য, ১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালনায় ম্যাডাম ফুলি সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন এ নায়িকা। এ সিনেমায় সিমলা ও ফুলি দুটি চরিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনিই প্রথম অভিনেত্রী যিনি তার প্রথম সিনেমায় শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্র হচ্ছে রূপগাওয়াল, নেকাব্বরের মহাপ্রয়াণ। ২০১৩ সালের জুনে তিনি কলকাতার ‘সমাধি’ সিনেমায় গোবিন্দের বিপরীতে অভিনয় করেন।