প্রেমে পড়েছেন ওপার বাংলার টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। এতদিন বিষয়টি নিয়ে লুকোছাপা করলেও প্রেমিককে লম্বা সময় আড়ালে রাখতে পারলেন না তিনি।
জানা গেছে, অভিনেত্রীর প্রেমিক একজন ফুটবলার। ভারতের চেন্নাইয়িন এফসির হয়ে খেলেন। নাম শমীক মিত্র। বাঙালি এই ফুটবলারের সঙ্গেই নাকি চুটিয়ে প্রেম করছেন ছোট পর্দার জনপ্রিয় এই তারকা।
গোলরক্ষক শমীক শিলিগুড়ির ছেলে। বর্তমানে ২৩ বছর বয়স তার। ২০২০ সালে ইন্ডিয়ান অ্যারোজ থেকে মেরিনা মাচানসে যোগ দেন। এরপর চেন্নাইয়িন এফসিতে পা রাখেন। ২০২৭ সাল পর্যন্ত এই ফুটবল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ তিনি।
ফুটবলারের সঙ্গে অভিনেত্রীদের প্রেম নতুন কিছু নয়। ফুটবলার প্রবীর দাসের সঙ্গে খুল্লমখুল্লা প্রেম করেন গীতশ্রী রায়। এবার সেই তালিকায় নিজের নাম যোগ করলেন দিতিপ্রিয়া।