গত বছর ওটিটি মাধ্যম নেটফ্লিক্সে ‘দি আর্চিজ’ দিয়ে বলিউডে আনুষ্ঠানিক পা দেন শাহরুখ-কন্যা সুহানা খান। তবে বলিউডে অভিষেকটা সুখকর হয়নি তার। একের পর ‘ট্রল’ কাণ্ডের শিকার হয়েছেন সুহানা। এর পরই তার পাশে দাঁড়িয়েছন ছোটবেলার বান্ধবী অভিনেত্রী অনন্যা পাণ্ডে।
২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে। ছোট থেকেই গলায় গলায় ভাব অনন্যা-সুহানার। ক্যারিয়ারে শুরু থেকে অভিনয় ক্ষমতা নিয়ে বার বার প্রশ্নের মুখে পড়তে হয়েছিল চাঙ্কি-কন্যাকে। এবার একই ঘটনা ঘটল সুহানার সঙ্গে।
গত বছরের শেষের দিক মুক্তি পায় অনন্যার ছবি ‘ড্রিম গার্ল ২’। বক্স অফিসে মোটামুটি সফল এই ছবি। তার পর নতুন বছর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘খো গে হম কাহাঁ’। এই ছবিতে অনন্যার অভিনয় প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।
একই সময় প্রিয় বান্ধবী সুহানা সমালোচিত হয়েছেন ‘দি আর্চিজ’ ছবিতে অভিনয়ের কারণে। এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে এক ঝাঁক তারকা সন্তানের। যাঁদের মধ্যে অন্যতম ছিলেন শ্রীদেবী-কন্যা খুশি কাপুর। তাকে নিয়েও কম কাটাছেঁড়া হয়নি। যদি বড় দিদি জাহ্নবী কাপুর অবশ্য আগে থেকেই সাবধান করে খুশিকে বলেছিলেন, ‘‘এ বার এই নেতিবাচক মন্তব্যের সঙ্গে অভ্যস্ত হতে হবে।’’
এবার সুহানা নিয়ে অনন্যাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি জানি সুহানা অসম্ভব ভাল অভিনেত্রী। পর্দায় ওঁর ম্যাজিক দেখার অপেক্ষা রয়েছি। প্রিয় বান্ধবী হিসেবে আপাতত শুধু ভালবাসা আর শুভেচ্ছা পাঠাচ্ছি।’’