বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের একজন মালাইকা আরোরা। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনও নিজেকে দারুণভাবে ফিট রেখেছেন যিনি।
নিজের ফিটনেস নিয়ে বেশ সচেতন মালাইকা। বিশেষ করে আইটেম গার্ল হিসেবে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার। তবে এবার ভক্তদের চোখে ধরা পড়ল নায়িকার স্ফীতোদর। যা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, এটা কী মালাইকার বেবি বাম্প কি না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ওই ভিডিওটি নিজের ফেসবুকে প্রকাশ করেছেন বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন। যেখানে দেখা গেছে, মালাইকা একটি ফ্যাশন শো-তে অংশ নিয়েছেন। সেখানে র্যাম্পে হাটার সময় তার স্ফীতোদর সহজেই চোখে পড়ছে।
নিজের পছন্দের নায়িকার পেটে মেদ জমেছে দেখে যেন খুশিই হয়েছেন ফারিয়া। ওই ভিডিওটি শেয়ার করে এই অভিনেত্রী লিখেছেন, ‘যাক আমার নারী ক্রাশেরও হালকা ভুড়ি আছে। আজ ভালো ঘুম হবে আমার। আমি তাকে ভালোবাসি।’
পুরো বিষয়টি মজার ছলে হলেও, ফারিয়ার এমন ক্যাপশনে স্পষ্ট- মালাইকার পেটে মেদ জমেছে দেখে নিজেকে সান্তনা দিতে পারছেন অভিনেত্রী। কারণ ফিটনেস নিয়ে দারুণ সচেতন মালাইকা বরাবরই পেটে মেদ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন।