সন্দীপ রেড্ডির ছবি ‘অ্যানিম্যাল’ নিয়ে ভারত জুড়ে চলছে আলোচনা। তার মধ্যেই তৃপ্তি দিমরি অভিনীত চরিত্র জোয়া নিয়েও আলোচনা অন্ত নেই। অনেকেই মনে করছেন, ছবিতে পরিচালক নাকি উগ্র পৌরুষ, নারীবিদ্বেষ ও হিংসার উদ্যাপন দেখিয়েছেন।
এদিকে শোনা গিয়েছিল, এই ছবিতে প্রথমে নাকি রাশমিকা মান্দনার জায়গায় অভিনয় করার কথা ছিল পরিণীতি চোপড়ার। কিন্তু তা হয়নি শুধু তাই নয়, জোয়া চরিত্রটির জন্য নাকি অডিশন দিয়েছিলেন সারা আলি খানও। কিন্তু শেষ পর্যন্ত শিকে ছেঁড়ে তৃপ্তির ভাগ্যে।
বলিপাড়ার ভেতরে গুঞ্জন, জোয়া চরিত্রে অভিনয় করার জন্য খুব উৎসুক ছিলেন সারা। কিন্তু এ নায়িকার স্বপ্ন সত্যি হয়নি।
সূত্র জানিয়েছে, পরিচালক নাকি সারাকে জানিয়ে দেন, এই চরিত্রে সারা নাকি একেবারেই বেমানান। এছাড়া এই চরিত্রটির জন্য পরিচালকের পছন্দের তালিকায়ও ছিলেন না সারা। তাই প্রথমেই না করে দেন এ নায়িকাকে।