মিয়ানমারের জান্তাবিরোধী রাজনৈতিক দলগুলোর জোট ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (নাগ) এবং তিনটি রাজ্যের জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীর প্রতিনিধিদের সম্মেলন উপলক্ষে নয়াদিল্লি আসার আসার আমন্ত্রণ জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই প্রথম কোনো দেশের বিরোধীপক্ষকে এ ধরনের আমন্ত্রণ পাঠাল ভারত।
মিয়ানমারের যে তিনটি রাজ্যের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেই রাজ্যগুলোর নাম চিন, রাখাইন, এবং কাচিন। দেশটির সঙ্গে যে ১ হাজার ৬৫০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে ভারতের, সেই সীমান্তের ওপারেই এই তিন রাজ্যের অবস্থান।