বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টির অধীনে থাকা ফিলাডেলফিয়াসহ তিনটি শহরে ভোট পাহারা দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে শনিবার লোয়ায় এক জনসভায় এমন আহ্বান জানান তিনি।
২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে হারার পর ট্রাম্প দাবি করেছিলেন এসব শহরে ভোটে কারচুপি হয়েছিল।
যুক্তরাষ্ট্রে আগামী বছর হতে যাওয়া নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে— প্রেসিডেন্ট নির্বাচন করার দৌড়ে এগিয়ে আছেন ট্রাম্প। নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় জনসভা করছেন তিনি।
বিজ্ঞাপন
রিপাবলিকান পার্টি আশঙ্কা করছে ট্রাম্প যদি আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে তিনি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি হয়ে ওঠতে পারেন।
২০২০ সালের নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে এখন ট্রাম্পের বিরুদ্ধে মামলা চলছে। তবে নিজেকে নির্দোষ দাবি করা ট্রাম্প উল্টো নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে বিপজ্জনক স্বৈরশাসক, কমিউনিস্ট, ফ্যাসিস্ট এবং অত্যাচারী হিসেবে অভিহিত করেছেন।
ট্রাম্প তার সমর্থকদের বলেছেন, আগামী নির্বাচনে কে নির্বাচিত হবে সেটি নির্ধারণ করে দেবে ভোট পাহারা দেওয়ার বিষয়টি।
তিনি বলেছেন, ‘সামনে যে গুরুত্বপূর্ণ কাজ আসছে সেটি হলো ভোট পাহারা দেওয়া। আপনাদের ডেট্রোয়েট যেতে হবে, যেতে হবে ফিলাডেলফিয়ায় এবং আটলান্টার কিছু জায়গায়।’
এরমাধ্যমে মূলত মিশিগান, পেনেসেলভানিয়া এবং জর্জিয়া রাজ্যকে ইঙ্গিত করেছেন ট্রাম্প। এই তিনটি রাজ্যে ডেমোক্রেটিক পার্টির শক্ত অবস্থান রয়েছে। সর্বশেষ নির্বাচনে ট্রাম্প এসব রাজ্যে ভোট কারচুপির অভিযোগ তুলেছিলেন।
সূত্র: রয়টার্স