১৫ আগস্ট ১১ তম ‘স্বাধীনতা দিবস ভাষণ’ দিচ্ছেন মোদি

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগামী ১৫ আগস্ট দিল্লির লাল কেল্লা চত্বরে ভাষণ দেবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিয়ে টানা ১১ বছর ধরে স্বাধীনতা দিবস ভাষণ দেবেন তিনি।

১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতালাভ করে ভারত। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম পণ্ডিত জওহরলাল নেহেরু। টানা ১৭ বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। একটানা সবচেয়ে বেশিবার স্বাধীনতা দিবসের ভাষণ দেওয়ার রেকর্ডটিও তার।

এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তার মেয়ে এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। প্রথম মেয়াদে ১৯৬৬ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি, দ্বিতীয় মেয়াদে এই পদে ছিলেন ১৯৮০ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত। দুই মেয়াদে মোট ১৬ বার স্বাধীনতা দিবসের ভাষণ দিয়েছেন ইন্দিরা গান্ধী।

এ পর্যন্ত যতগুলো স্বাধীনতা দিবসের ভাষণ দেখেছে ভারত, সেগুলোর মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত ভাষণটি ছিল ১৯৪৭ সালের স্বাধীনতা ভাষণটি। জওহরলাল নেহেরুর দেওয়া সেই ভাষণটির ব্যাপ্তি ছিল ২৪ মিনিট।

আর সবচেয়ে দীর্ঘ ভাষণটি দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। ১৯৭২ সালের ১৪ আগস্ট দেওয়া সেই ভাষণটির মেয়াদ ছিল ৫৪ মিনিট।

২০১৪ সালের নির্বাচনে জিতে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি। তারপর ২০১৯ এবং ২০২৪ সালের নির্বাচনেও জিতেছে তার রাজনৈতিক দল বিজেপি এবং প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি।

সেই হিসেবে সবচেয়ে বেশিবার স্বাধীনতার ভাষণ দেওয়ার তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন তিনি।

সূত্র : এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *