একসময় শ্রবণ প্রতিবন্ধী শিশুদের পরিবেশনায় মুগ্ধ মন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে কক্লিয়ার ইমপ্ল্যান্ট গ্রুপ অব বাংলাদেশ অ্যান্ড ইয়ার ফাউন্ডেশনের আয়োজনে শ্রবণশক্তি ফিরে পাওয়া সেই শিশুদের নিয়ে ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে একসময় যারা শ্রবণ প্রতিবন্ধী ছিল, পরবর্তীতে কক্লিয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে শ্রবণশক্তি ফিরে পাওয়া সেই শিশুরা সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিসহ উপস্থিত অতিথিদের নাচ-গান ও আবৃত্তি শুনিয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির উপস্থিতিতে শ্রবণ প্রতিবন্ধী থেকে শ্রবণশক্তি ফিরে পাওয়া ৪০ জন শিশু নাচ-গানসহ স্বরচিত কবিতা আবৃত্তি করে। একইসঙ্গে তাদের মধ্যে অনেকেই ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা উপস্থাপন করেন। এসময় শিশুদের প্রত্যেকেই কক্লিয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে কানে শোনার সুযোগ করে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি, বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম সেখ, কক্লিয়ার ইমপ্ল্যান্ট গ্রুপ অব বাংলাদেশ অ্যান্ড ইয়ার ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. এইইচএম জহুরুল হক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কক্লিয়ার ইমপ্ল্যান্ট গ্রুপ অব বাংলাদেশ অ্যান্ড ইয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মনি লাল আইচ লিটু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *