চট্টগ্রামের কোতোয়ালী থানা থেকে ২০ কেজি গাঁজাসহ মো. শাকের (৩২) নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ২টার দিকে সিনেমা প্যালেস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাকের কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন মৌছনী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মো. হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক বলেন, শুক্রবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিনেমা প্যালেস এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ শাকের নামে রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।