রাজধানীর ডেমরা থানার আমতলা বাগানবাড়ি এলাকার একটি টিনশেডের বাসা থেকে শরিফুল ইসলাম (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই)হারুনুর রশীদ। তিনি জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহটি উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, নিহতের স্বজনদের জিজ্ঞাসবাদে আমরা জানতে পারি, মৃত ওই যুবক লেবানন প্রবাসী ছিলেন। গত কয়েক মাস আগে তিনি বাংলাদেশে আসেন এবং ডেমরার আমতলা বাগান বাড়ি এলাকায় ডা. মামুন সাহেবের টিন শেড বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি বেশ কিছুদিন যাবত হতাশাগ্রস্ত ছিলেন বলে জানিয়েছে তার পরিবার। ইদানীং কোনো কাজকর্মেই তার মন বসত না। আজ দুপুরের পর যেকোনো এক সময় পরিবারের সকলের অগোচরে ঘরের দরজা বন্ধ করে রাখে সে। পরিবারের লোকেরা তার কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশকে সংবাদ দেয়। পরে আমরা ঘটনাস্থলে এসে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।