বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে গণতন্ত্র মঞ্চ পুলিশের ওপর চড়াও হয়ে‌ছে

দেশে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে গণতন্ত্র মঞ্চ পুলিশের ওপর চড়াও হয়ে‌ছে বলে মন্তব‌্য ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম সমিতির-ঢাকার ২০২৪-২০২৫ মেয়াদের নতুন নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা ব‌লেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টসহ পৃথিবীর ৭৮ দেশের সরকার প্রধান প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।

তি‌নি ব‌লেন, জাতিসংঘ, কমনওয়েলথ, ওআইসিসহ পৃথিবীর ৩২টি আন্তর্জাতিক সংস্থা বর্তমান সরকারকে অভিনন্দন জানানো দেখে গণতন্ত্র মঞ্চ প্রতিহিংসাপরায়ণ হয়ে বুধবার বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায়।

হাছান মাহমুদ বলেন, গণতন্ত্র মঞ্চকে যে অনুমতি দেওয়া হয়েছিল, তারা তার বাইরে গিয়ে বেআইনিভাবে ব্যারিকেড অতিক্রমের সময় পুলিশ তাদের বারণ করে। তারা সেটি না মেনে পুলিশের একজন সদস্যকে ধরে ফেলে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বলপ্রয়োগ করতে বাধ্য হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *