রোববার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এ কর্মসূচির সমর্থনে রাজধানীতে মশাল মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও এলাকায় এ মশাল মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, খালেদা জিয়াসহ কারাবন্দিদের মুক্তিসহ এক দফা দাবি আদায়ে গত ৩০ অক্টোবর থেকে দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপি।