আ.লীগের দোসররা এখনও স্বপদে বহাল আছে : ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, আওয়ামী লীগের দোসররা এখনও স্বপদে বহাল আছে। এদের পদচারণ বন্ধ করতে হবে। এরা আমাকে-আপনাকে অধিকার বঞ্চিত করেছে। এরা বাংলাদেশের হাজার-হাজার কোটি টাকা পাচার করার জন্য শেখ হাসিনা ও তার সহচরদের সহযোগিতা করেছে। এরা তারা, যারা বাংলাদেশের সংবিধান নষ্ট করেছে। এরা তারা, যাদের পক্ষে রায় হয়নি বলে হাইকোর্টের সামনে ময়লা ফেলেছে, এজলাসে লাথি মেরেছে।

সোমবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, ছাত্র-জনতাকে গণহত্যাসহ সব অপকর্মের জন্য শেখ হাসিনাকে এনে বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে তৃণমূল নাগরিক আন্দোলন। এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, বর্তমান পরিস্থিতিতে মহান আল্লাহর পর বাংলাদেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *