জনগণের পাশে থাকবো : সালমা ইসলাম

সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির মনোনয়ন পাওয়া সালমা ইসলাম বলেছেন, আমি আবারও এসেছি। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। একটা জিনিসই আমি বলবো, আমার জন্য দোয়া করবেন, আমি চেষ্টা করবো, জনগণের পাশে থাকবো। জনগণের কথা তুলে ধরবো।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা শেষে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালমা ইসলাম বলেন, সম্মানের সঙ্গে লড়াই করাটা খুব আনন্দের। আজকে যদি নির্বাচিত হতে পারতাম, আমার মনটা অনেক বড় হতো। আমি আনন্দ পেলাম খুব বেশি। আমি তো লড়াই করেছি, সেটাকে আমি ধরে নেব যে আমি জয়ী হয়েছি।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কেন অলংকার হবো? জাতীয় পার্টি সংসদে বিরোধী দল। আমরা সবসময় সমালোচনাটাই করবো। আমাদের জনগণের পাশে থাকতে হবে। আমরা ভালোকে অবশ্যই ভালো বলবো। যেটা ভালো না সেটি তুলে ধরবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *